Daily Prothom Barta - Menu
অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রান গেল কিশোরের
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে জালকুড়ি যুবউন্নয়নের সামনের সড়কে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত ওই কিশোর ফতুল্লা থানার লামারবাগ এলাকার মো: সোহাগের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার দিবাগত গভীর রাতের কোন এক সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় জাহিদ নিহত হয়। ছেলেটি বাসের হেলপার ছিলেন।
পরিবারের বরাত দিয়ে এসআই নজরুল আরো জানান, প্রায় সময় রাতবিরাতে বাহিরে থাকতো সে। গতকাল রাত দুইটায় তার মামার সঙ্গে দেখাও হয়েছিল। এদিকে নিহতের পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, ঘটনাটি রাতে ঘটেছিল। তাই ঘাতক গাড়িকে আটক করা সম্ভব হয়নি।