Daily Prothom Barta - Menu
অর্থ আত্নসাৎ ও প্রতারনা মামলায় সাজাপ্রাপ্তযুবলীগ নেতা পারভেজ প্রধান গ্রেফতার
ফতুল্লায় অর্থ আত্নসাৎ ও প্রতারনা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী কথিত যুবলীগ নেতা পারভেজ প্রধান কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাকে ফতুল্লা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাকৃত পারভেজ ফতুল্লা মডেল থানার মোঃ হোসেন প্রধানের পুত্র ও জেলার বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়ন পরিষধের চেয়ারম্যান দেলোয়ার প্রধানের ভাতিজা। বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ নূরে আজম মিয়া জানান, অর্থ আত্মসাতের এন,আই এক্টের মামলায় আদালত গ্রেফতারকৃত পারভেজের বিরুদ্ধে এক বছরের সাজা প্রদান করে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় একাধিক সূত্র মতে, গ্রেফতারকৃত পারভেজ একজন টাউট প্রকৃতির। দলীয় কোন পদ না থাকলেও স্বীয় স্বার্থ হাসিলে সে সরকার দলীয় নেতা ও সাংসদ পুত্রের সাথে ছবি তুলে তা প্রচার করে। তার বিরুদ্ধে জাল- জালিয়াতি,ভূমী দস্যুতা ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।