Daily Prothom Barta - Menu
আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে বেকারীর মালিককে অর্থদন্ড, বেকারী বন্ধের নির্দেশ
প্রকাশিত: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ আড়াইহাজার ভ্রাম্যমান আদালতের অভিযানে এক বেকারীর মালিককে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকালে উপজেলার সদর পৌর সভার মুকুন্দী গ্রামে সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনকের নেতৃত্বে মক্কা-মদিনা নামের একটি বেকারী মালিক বোরহান উদ্দিনকে এই অর্থদন্ড করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক জানান, বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশ, বিএসটি আই এর অনুমোদন না থাকায় আড়াইহাজার উপজেলার মুকন্দী নামক এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মক্কা মদিনা বেকারী এর মো: বোরহান উদ্দিনকে ১ টি মামলায় ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই মাঠ প্রতিনিধি এবং আড়াইহাজারের সেনেটারি ইন্সপেক্টর হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এই সময় বেকারীটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তিনি আরও জানান, পর্যায়ক্রমে সব বেকারীতে অভিযান চালানো হবে।