Daily Prothom Barta - Menu
আনন্দধামের আত্মপ্রকাশ: সভাপতি তাজিমুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহ আলম
টানবাজার ইয়ান মার্চেন্টের কনভেনশন হলে আনন্দধাম ২০১৮-২০২০ সালের নির্বাহী কমিটির পরিচিতি সভা ও নিয়মিত সাধারণ সভা সংগঠনের নব-নির্বাচিত সভাপতি তাজিমুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আনন্দধামের নব-নির্বাচিত কমিটির সভাপতি তাজিমুল ইসলাম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহ আলম, নব-নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- প্রধান সমন্বয়কারী সৈয়দ দীল মোহাম্মদ দীলু, সহ-সভাপতিবৃন্দ হচ্ছেন মোঃ তাজিমুল ইসলাম বাবু (সার্বিক), মোঃ মাহাবুবুর রহমান (অর্থ), নুরুন নাহার (ত্রান ও পুনর্বাসন), ডাঃ তাবাস্সুম ফেরদৌসী (স্বাস্থ্য), মোঃ জাহাঙ্গীর আলম (শিক্ষা), ইকবাল হোসেন মান্নান (ক্রীড়া), রিপন ভাওয়াল (সাংস্কৃতিক), ইকবাল আহমেদ (কর্মসংস্থান), মোঃ শরিফ (পরিবেশ), আরমান হোসাইন আইমান (প্রচার ও প্রকাশনা), জসিম উদ্দিন বাদল (দপ্তর), গুড উইল- মোস্তাফিজুর রহমান, মোঃ বাবর আলী দেওয়ান, সভাপতির উপদেষ্টা- মনিরুল আলম পলাশ, যুগ্ম সম্পাদক- শিল্পী পাল, আনোয়ার হোসেন, পরিচালক বৃন্দ হচ্ছেন- কমরউদ্দিন আহম্মেদ (অর্থ), মোজাম্মেল হোসেন লিটন (শিক্ষা), মোঃ আক্তারুজ্জামান দুলু (স্বাস্থ্য), হযরত আলী (প্রচার ও প্রকাশনা), বোগদাদ হোসাইন অপু (সাংস্কৃতিক), রহিম উদ্দিন মোল্লা (ক্রীড়া), ইমরান মোস্তফা (কর্মসংস্থান), মোতালেব সানি (ত্রান ও পুনর্বাসন), কাজী শাহীন (পরিবেশ), সাফায়েত সারদীন (দপ্তর), যুগ্ম পরিচালক- মোঃ সানি (স্বাস্থ্য), তরিকুল ইসলাম জনি (প্রচার ও প্রকাশনা), মাকসুদুল রহমান হিটু (ক্রীড়া), মোঃ মামুন (দপ্তর), প্রস্তাবিত শাখা সভাপতি- কাজী মোঃ মোহসিন, শ্যামল দত্ত, মঞ্জুর, মুন্না। নবগঠিত কমিটির নাম ঘোষনা করেন সংগঠনের নব-নির্বাচিত সভাপতি তাজিমুল ইসলাম।
তিনি নবগঠিত কমিটির উদ্দেশ্যে বলেন আমরা আনন্দধামকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই, এতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আর আনন্দধাম হচ্ছে একটি কল্যাণমুখী সামাজিক সংগঠন, আমরা এই সংগঠনের মাধ্যমে ভাল ভাল কাজগুলোকে গ্রহন করব এবং মন্দ কাজ থেকে বিরত থাকব। আমরা এই সংগঠনকে একটি সেরা সংগঠন হিসেবে গড়ে তুলতে সকলের ঐক্যবদ্ধ হিসেবে কাজ করতে হবে।
সাধারণ সম্পাদক মোঃ শাহআলম বলেন আমরা এই সংগঠনকে সম্মিলিত ভাবে কাজ করে একটি কল্যাণমুখী সামাজিক সংগঠন হিসেবে রূপান্তর করতে চাই, আমরা সকলের সাহায্য সহযোগিতা চাই। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। সভায় নব-নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।#