Daily Prothom Barta - Menu
আড়াইহাজারে অগ্নিকান্ডে দুইটি পাওয়ারলুম কারখানা ভষ্মিভুত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী পৌরসভার উলুকান্দী পূর্বপাড়ায় দুইটি পাওয়ারলুম কারখানায় অগ্নিকান্ডে ভষ্মিভূত হয়েছে আড়াইহাজার ফায়ারসার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার গোপালদী পৌরসভাধিন উলুকান্দী পূর্বপাড়া এলাকার সাইদুল টেক্সটাইল মিলে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো মিলে ছড়িয়ে পড়ে। মিলের ৫২টি গ্রে কাপড় উৎপাদনের পাওয়ারলুম মেশিন, বিপুল পরিমান সূতা ও গ্রে কাপড় সহ মিলটি আগুনে সম্পূর্ন পুড়ে যায়। আগুন পাশের একটি পরিত্যক্ত পাওয়ারলুম কারখানায় ছড়িয়ে পড়লে সেই মিলটিও ভষ্মিভুত হয়। খবর পেয়ে আড়াইহাজার ফায়ার ষ্টেশন হতে দুটি ইউনিট ও মাধবদী ফায়ার ষ্টেশন হতে দুটি ইউনিট গিয়ে বিকাল সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।
মিল মালিক সাইদুল ইসলাম জানান, পাওয়ারলুম কারখানায় কাজ চলাকালিন এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ারসার্ভিসের ৪টি ইউনিট এসে ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। মিল কর্তৃপক্ষ তাৎক্ষনিক ক্ষয়ক্ষতি পরিমান জানাতে পারছেনা না। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ক্ষতির পরিমান ৫০ লক্ষ টাকা হতে পারে।
আড়াইহাজার ফায়ার ষ্টেশনের ষ্টেশন অফিসার রঞ্জিত সাহা জানান,প্রাথমিকভাবে বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে ধারনা করা হচ্ছে।#