Daily Prothom Barta - Menu
পেট্রোলের বোতলসহ দুই ছাত্রদল কর্মী আটক
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ বন্দরে বাগবাড়ি এলাকায় বন্দর থানা ছাত্রদলের নেতৃত্বে বিএনপির অবরোধ ও হরতালের সমর্থনে মশাল মিছিল চলাকালে এলাকাবাসীর ধাওয়ায় দুই ছাত্রদল কর্মী ফাহিম(২৫) ও হাসিব(২৬)কে আটক করে পুলিশে সোপর্দ করে জনতা।
বুধবার ২৯ নভেম্বর রাত ৮টায় বন্দরের বাগবাড়ী ষ্ট্যান্ডে এ ঘটনাটি ঘটে।
আটককৃত ছাত্রদল কর্মী ফাহিম(২৫) ২৩নং ওয়ার্ডস্থ স্বল্পেরচক কবরস্থান রোড এলাকার জসিম মিয়ার ছেলে ও রাজবাড়ি এলাকার সেলিম মিয়ার ছেলে হাসিব(২৫)।
জানাগেছে,বিএনপির অবরোধ ও হরতালের সমর্থনে বন্দর থানা ছাত্রদল নেতা রোমান ও আলআমিনের নেতৃত্বে বন্দর বাগবাড়ী ষ্ট্যান্ড সড়কে মশার মিছিল করেছে ১০/১২ জনের ছাত্রদল নেতা কর্মীরা। এ সময় স্থানীয় এলাকাবাসী হরতাল সমর্থনকারীদের ধাওয়া করলে ছাত্রদল কর্মী হাসিব ও ফাহিমকে জনতা আটক করলেও পালিয়ে যায় অন্যান্যরা। পরে ক্ষমতাশীণ দলের নেতাকর্মীরা জড়ো হয়ে ছাত্রদল কর্মীদের আটক করে পুলিশে সোপর্দ করে।
এ সময় বন্দর থানা পুলিশের এসআই শওকত আলী ও এএসআই সোহেল জানান, বিএনপির মশাল মিছিলে অংশগ্রহনকারী দুই ছাত্রদল কর্মীকে পেট্রোলের বোতলসহ দুই জনকে আটক করে থানায় নিয়ে যায়।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম