Daily Prothom Barta - Menu
ঋণেনর টাকা আত্মসাৎ করতে না পেরে শ্বশুড়কে কুপিয় আহত করল পুত্রবধু
সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত ||
Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
সোনারগা প্রতিনিধি
সোনারগাঁও পৌরসভার হাতকোপা গ্রামে মান্নান (৭০) নামের বৃদ্ধ শ্বশুরকে কুপিয়ে জখম করেছে ছেলের বউ। বুধবার সন্ধ্যায় শ্বশুরকে একা পেয়ে ধালালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। আহত শ্বশুরকে উদ্ধার সোনারগাঁ স্বাস্থ্য কমপেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়ছে। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকাবাসী জানান, গত ৮মাস আগে মান্নান একটি এনজিও থেকে ১০লাখ টাকা ঋণ তুলেন। ঋণ নেয়ার সময় ঋণের সদস্য হোন তার বড় ছেলের বউ চামেলী (৩৫) আক্তার। ঋণের টাকার চেক পেয়ে মান্নান সরল বিশ্বাসে তার ছেলের বউ চামেলী আক্তার এর ব্যাংক একাউন্টে জমা দেন। কিছু পর মান্নান জানতে পারেন তার ছেলের বউ চামেলী তার একাউন্ট থেকে ২লাখ টাকা তুলে খরচ করে ফেলেন। এদিকে মান্নান তার ছেলের বউ চামেলীর কাছে টাকা চাইলে জানতে পারেন মান্নান না জানিয়ে চামেলী ২লাখ টাকা তুলে খরচ করে ফেলেছেন এবং বাকি টাকা দিতে অস্বীকৃতি জানান। এদিনে মান্নানের সাথে তার বউয়ের দ্বন্ধ শুরু হয়। পরে মান্নান ঋণ নেয়া এনজিওতে গিয়ে ঋণের টাকা টাকা থেকে যেন না তুলতে পারে সেজন্য আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিত এনজিও পুলিশের সহায়তার চামেলীর ব্যাংক একাউন্ট জব্দ করেন। অবশেষে মান্নান নিজে দুই লাখ টাকা ক্ষতিপুরন দিয়ে এনজিওর ১০লাখ টাকা ফেরত দিয়ে ছেলের বউ চামেলীরকে ৬মাস আগে বাড়ি থেকে বের করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে চামেলী আক্তার আজ সন্ধ্যায় তার বাড়িতে এসে মান্নানকে একা পেয়ে ধালালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়। এসময় আশপাশের লোকজন মান্নানের চিৎকারের শব্দে তার ঘরে প্রবেশ করে দেখেন মান্নান রক্তান্ত অবন্থায় মাটিতে পড়ে আছেন সেখান থেকে তাকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম