Daily Prothom Barta - Menu
একাধিক নারীর অশ্লীল ভিডিও চিত্র গোপনে আদান-প্রদান কালে যুবক গ্রেফতার
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন চানমারি সাকিনস্থ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় পাশে রড-সিমেন্ট এর দোকানের সামনে দাড়িয়ে একাধিক নারীর অশ্লীল ভিডিও চিত্র গোপনে আদান-প্রদান কালে মাসুদ রানা (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ ।
বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে ।এর আগে বুধবার রাতে তাকে বিভিন্ন নারীর পর্নোগ্রাফিসহ গ্রেফতার করা হয়েছে ।
গ্রেফতারকৃত ,মাসুদ রানা (৩০) নরসিংদী জেলার পলাশ থানার ইউপি-ঘোড়াশাল বাগদী এলাকার মৃত. আব্দুল মান্নানের ছেলে ।বর্তমানে রামপুরা বৌবাজার সিপাহিবাগ নতুনরাস্তা জমিলা বসত বাড়ি এর পার্শের বাবলু মিয়ার পাচতলা বিল্ডিং এর ৪তলার ভাড়াটিয়া হিসাবে বসবাস করছে ।
ডিবি উপ-পরির্দশক এস এম শামীম জানান, বুধবার রাতে জেলার ফতুল্লা মডেল থানাধীন চানমারি সাকিনস্থ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় পাশে রড-সিমেন্ট এর দোকানের সামনে দাড়িয়ে একাধিক নারীর অশ্লীল ভিডিও চিত্র গোপনে আদান-প্রদান করছে এক যুবক ।এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন নারীর পর্নোগ্রাফি ভিডিও সহ মাসুদ রানা নামে যুবককে গ্রেফতার ।
তিনি আরো জানান, সে দীর্ঘ দিন যাবৎ মেয়েদের সাথে অশ্লীল ভিডিও তাহার নিজের মোবাইল দ্বারা অসৎ উদ্দেশ্যে উৎপাদন বা ধারন করিয়া সংরক্ষন করিয়া আসছিল ।পরে নারীদের জিম্মি করে বিভিন্ন অপর্কম করে আসেছিল ।তাকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে ।