Daily Prothom Barta - Menu
সোনারগাঁওবাসীর জন্য তার মন কান্দে : ডালিয়া লিয়াকত
সোনারগা প্রতিনিধি;
সোনারগাঁয়ের বারদি ইউনিয়নের চরাঞ্চল নুনেরটেক এলাকায় নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকার নির্বাচনী প্রচারণা কালে তার সহধর্মিণী ডালিয়া লিয়াকত বলেছেন, সোনারগাঁয়ের জনগণ লাঙ্গলের মার্কার পিছনের মানুষটাকে পছন্দ করে। যে মানুষটা মানুষের জন্য সোনারগাঁবাসীর জন্য কান্না করে, তার মন কান্দে সে অন্তর থেকে তাদেরকে ভালোবাসে। রবিবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত লিয়াকত হোসেন খোকার পক্ষে তার সহধর্মিণী ডালিয়া লিয়াকত চরাঞ্চল নুনেরটেক এলাকার বাড়ি-বাড়ি গিয়ে লাঙ্গলের পক্ষে ভোট দেয়ার আহবান জানিয়েছেন। তিনি বলেন, গতকালকে প্রধানমন্ত্রী বলেছেন আপনারা টিভিতে দেখেছেন কিনা জানি এই নির্বাচনটা এমন সুন্দর করবে নির্বাচন কমিশন। যদি কেউ হুমকি ধামকি দেয়। সেটা যদি তার দলেরও হয়, দল মানে কি নৌকা মার্কা। যে অন্যায় করবে তার বিচার হবে। তাকে সাথে সাথে তার উপযুক্ত শাস্তি দেওয়া হবে।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম