Daily Prothom Barta - Menu
ঐতিহ্যবাহী বন্দর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
বন্দর প্রতিনিধি : ঐতিহ্যবাহী বন্দর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) বেলা ১১টায় বন্দর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বন্দর প্রেসক্লাবের সুযোগ্য সভাপতি মোবারক হোসেন কমল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী সঞ্চালনায় মাসিক সভায় উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জি.এম. মাসুদ, উপদেষ্টা মো: কবির হোসেন, সহ- সভাপিত মেহেবুব হোসেন ও মামুন মিয়া, সহ- সাধারন সম্পাদক জি এম সুমন, অর্থ সম্পাদক মেহেদী হাসান সজিব, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন ও নির্বাহী সদস্য দ্বীন ইসলাম দিপু প্রমুখ। মাসিক সভায় প্রেসক্লাবের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনাসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। পরিশেষে কার্য নির্বাহী পরিষদের সকল কর্মকর্তাদের সম্মতিক্রমে বন্দর প্রেসক্লাবের নির্বাহী সদস্য দ্বীন ইসলাম দিপুকে ক্রীড়া সম্পাদক ও প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও সিনিয়র সাংবাদিক নাসির উদ্দিনকে কার্য নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত করা হয়।