Daily Prothom Barta - Menu
কিশোরগ্যাংয়ের লিডারের ভাগ্নেসহ ৩ জন গ্রেফতার
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
শহর প্রতিনিধি
কিশোরগ্যাংয়ের লিডার ইদরান হোসেন ইমরানের ভাগ্নেসহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা কাউন্টার টেরিরেজম ইউনিট ।
বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে ।এর আগে বুধবার তাদের ফতুল্লা থানাধীন নূরবাগ ক্যালেন পাড় সততা এন্টারপ্রাইজের সামনে থেকে ৩০০ পিছ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছে ।
গ্রেফতারকৃতরা হল, মাহিম (২১) ফতুল্লা মুসলিমপাড়া সাহাদাতের বকাড়ীর ভাড়াটিয়া ¦াজমল হোসেনের ছেলে মো: জিহাদ (২০) ফতুল্লা মুসলিমপাড়া এলাকার মাসুদ রানার ছেলে মো: সুলতানুর আরেফিন (২০)একই এলাকার আলেক উল্লার ছেলে ।
জেলা কাউন্টার টেরিরেজম ইউনিটের উপ-পরির্দশক এস আই মিজানুর রহমান জানান, দীর্ঘ দিন যাবত কিশোরগ্যাংয়ের নামে কুতুবপুর ও আশপাশ এলাকায় মাদক বিক্রি করে আসছে ।বুধবার তাদের নূরবাগ ক্যালেন পাড় সততা এন্টারপ্রাইজের সামনে থেকে ৩০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
এলাকাবাসি জানা যায় ,ফতুল্লা কুতুবপুর ইউনিয়নের শাহি বাজার বৌ বাজার মুসলিম পাড়া বৈরাগী বাড়ী সহ আশেপাশে এলাকায় ইদরান হোসেন ইমরানের ও তার চাচাতো ভাই নাঈমের বিশাল কিশোর গ্যাং বাহিনী রয়েছে এই গ্যাংয়ের সদস্যরা এলাকা ভিত্তিক ভাগ করে মদক চাঁদাবাজি ছিনতাই আধিপত্য বিস্তার সকল ধরনের অপরাধ কর্মকান্ড করে বেড়ার সরকারি দলের প্রভাবশালী এক নেতার ছেলের নাম বিক্রি করে অপরাধ কর্মকাণ্ড করে বেড়ায় ।
মাদক বিক্রিতে কেউ বাধা দিলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম এবং বিভিন্নভাবে ভয়-ভীতি দেখায় যার কারণে এলাকার সাধারণ মানুষ ভয়ে মুখ খুলে না গত দুই সপ্তাহে এই বাহিনীর বিরুদ্ধে ফতুল্লা থানায় তিন থেকে চারটি অভিযোগ হয় আইনশৃঙ্খলা বাহিনী জোরালো কোন ভূমিকা পালন না করায় দিন দিন কিশোর গ্যাং এবং মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে।