Daily Prothom Barta - Menu
কিশোরগ্যাংয়ের লিডার ইমরান বাহিনীর তান্ডব হত্যার উদ্যেশে মারধর টাকা ছিনতাই
শহর প্রতিনিধি
নারায়নগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে সরকারকারী দলের নেতাদের ছত্রছায়ায় ইমরান গড়ে তুলেছে কিশোরগ্যাং বাহিনী ।এ বাহিনীতে রয়েছে ২০/২৫ জন সদস্য ।তারা সব সময় প্রভাবশালীদের নাম ভাঙ্গিয়ে যাকে খুশি তাকে মারধর চাদাবাজি ও মাদক বিক্রি করে আসছিল ।কেউ ভয়ে প্রতিবাদ করত না ।করলেই এ্যাকশন ।মারধর টাকা পটয়সা ছিনিয়ে নিয়ে যায় তারা ।এসকল বিষয় নিয়ে প্রতিবাদ করায় একটি ডাইংয়ের শ্রমিককে দীর্ঘ দিন হুমকি দামকি দিয়ে আসছিল ইমরানসহ তার বাহিনীর লোকজন ।সে শক্রতার জের মো: আবজাল নামে এক যুবককে মারধর করে ১লাখ ১৫ হাজার টাকা নিয়ে যায় ।
এ ঘটনায় শনিবার দুপুরে মো:আবজাল বাদী ফতুল্লা মডেল থানায় ইমরানসহ ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। এর আগে২৯ জানুয়ারি দুপুরে পাগলা শাহীবাজর বটতলা এলাকায় মারধর ও টাকা পয়সা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে ।
আসামিরা হলেন , ইমরান (৩০) ,নাঈম (২৮),লিমন (৩৫),ইমরান ওরফে কালা ইমরান (৩২)ইকবাল (৩০) ও তানভীর (৩০)।তারা সবাই পাগলা বউবাজার বটতলা এলাকার বাসিন্দা ।
মামলা সূত্রে জানা গেছে , হত্যার উদ্দেশ্যে আবজালকে দেশীয় অস্ত্র ও জি রপি পাইপ দিয়ে আঘাত করলে ঘটনা স্থলে জ্ঞান হারিয়ে ফেলে ।পরে কিশোরগ্যাং লিডার ইমরানসহ তার বাহিনীর লোকজন আবজালের সঙ্গে থাকা ১লাখ ১৫ হাজার টাকা নিয়ে যায়।
মামলার বাদী আবজাল জানান ,ইমরান ও তার কিশোরগ্যাং বাহিনী এলাকা নানা অপরাধের সাথে ।প্রকাশে মাদক বিক্রি ,চাদাবাজি ও মরামারিসহ অপরাধ করে বেড়াচ্ছে ।তার বাহিনীর একাধীক সদস্য জেলা পুলিশের হাতে মাদক সহ গ্রেফতার হয়েছিল ।জেল থেকে বেড়িয়ে আবার একই অপরাধ করে বেড়াচ্ছে ।এসকল অপরাধের প্রতিবাদ করায় আমাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে সঙ্গে থাকা ১লাখ ১৫ হাজার টাকা নিয়ে যায়।