Daily Prothom Barta - Menu
কিশোরগ্যাংয়ের সদস্য রকি ইয়াবাসহ গ্রেফতার
শহর প্রতিনিধি
কিশোরগ্যাংয়ের সদস্য রাকিব ওরফে রকি (২৮) কে গ্রেফতার করেছে জেলা কাউন্টার টেরিরেজম ইউনিট ।
বুধবার দুপুরে তাকে আদলতে পাঠানো হয়েছে ।এর আগে তাকে সদর উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ।এসময় তার হেফাজত খেকে ৯৯ পিছ ইয়াবা উদ্ধার করা হয় ।
গ্রেফতারকৃত রাকিব ওরফে রকি নারায়ণগঞ্জ ফতুল্লা দৌলতপুর কুতুবপুর এলাকার মৃত. আকবর হোসেনের ছেলে ।
জেলা কাউন্টার টেরিরেজম ইউনিটের উপ-পরির্দশক এস আই সুকান্ত জানান, দীর্ঘ দিন যাবত রাকিব ওরফে রকি ফতুল্লা দৌলতপুর কুতুবপুর এলাকার প্রকাশে মাদক বিক্রি করে আসছে।এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফজত থেকে ৯৯ পিচ ইয়াবা উদ্ধার করা হয় ।
কুতুবপুর এলাকাবাসি জানান, রাকিব ওরফে রকি হচ্ছে কিশোরগ্যাংয়ের ইমরান বাহিনীর সদস্য ।তারা সরকারী দলের ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অপরাধ করে বেড়াচ্ছে ।মাদক বিক্রি জমি দখল ,চাদাবাজি ও সাধারণ মানুষকে ভয় ভীতি দেখানো তাদের কাজ ।
এলাকাবাসি আরো জানান,গত কয়েক সাপ্তাহ তাদের বিরোদ্ধে ফতুল্লা মডেল থানায় একাধীক অভিযোগ দায়ের হয়েছে ।তাতেও তারা কনো কর্ণপাত করে না ।কারণ তারা সরকারী দলের পরিচয় দিয়ে এ অপর্কম করে বেড়াচ্ছে।টাকা কামানো মূল হাতিয়া হিসাবে মাদক বিক্রি বেছে নিয়েছে তারা ।