Daily Prothom Barta - Menu
কুতুবপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় কথিত শ্রমিক দলের হামলায় আহত -১
শহর প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নন্দলালপুর এলাকায় পূর্ব শত্রু তার জের ধরে আহাদ (৩৫) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করেন কথিত নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ও মুসলিম বাহিনী।
এলাকার সূত্রে জানা যায় কুতুবপুরে ৫ ই আগস্ট দেশ স্বাধীনের পর থেকেই না না বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত মোহাম্মদ আলী ও তার বাহিনী, দোকানপাট দখল, বিভিন্ন মেইল কারখানায় চাঁদাবাজি, লুটপাটসহ না না অপরাধে অভিযুক্ত মোহাম্মদ আলী।
তাছাড়াও এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী দিয়ে মাদক বেঁচাকেনা অভিযোগ রয়েছে এ মোহাম্মদ আলীর বিরুদ্ধে, এ বিষয়ে প্রতিবাদ করাই আহাদ নামের এক যুবককে ১৭ই অক্টোবর বেলা ১২ টার সময় প্রকাশ্যে দিবালোকে মোহাম্মদ আলী, মুসলিম উদ্দিন সহ ২০ থেকে ৩০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এ সময় মোহাম্মদ আলীর হাতে থাকা গিয়ার দিয়ে এলোপাথালি কুপিয়ে আহাত কে গুরতরা আহত করেন।
পরে আহাদকে কুপিয়ে রাস্তায় ফেলে চলে গেলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়, সেখানে আহাদের অবস্থা গুরুতর হয় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়।
আহাত গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন,
কুতুবপুরে বিএনপি’র সুনাম ক্ষুন্ন করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন কথিত শ্রমিক নেতা মোহাম্মদ আলী ও মুসলিম উদ্দিন,জলিল সিকদার,k এলাকায় বিএনপির মূলধারা নেতাকর্মীরা তার এই কর্মকণ্ড হতভম্ব হয়ে পড়েছেন, তাদের দাবি শ্রমিক দলের নামে বেশ কয়েকদিন যাবত কুতুবপুরের ত্রাসের রাজত্ব করছেন মোহাম্মদ আলী ও মুসলিম।
এদের বিরুদ্ধে যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কুতুবপুরে হত্যার মত জঘন্যতম ঘটনা ঘটার আশঙ্কা রয়েছেন বলে মনে করেন সাধারণ মানুষের,এলাকায় মাদক ব্যবসার বিস্তার করতেই মোহাম্মদ আলী এই আধিপত্য বিস্তার বলে মনে করছেন মূল ধারার বিএনপি’র ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাই যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমেই মোহাম্মদ আলী ও মুসলিম বাহিনীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান ঘটনার খবর পেয়ে ঘটনাস্তরে পুলিশ পাঠিয়েছি, এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে দোষিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম