Daily Prothom Barta - Menu
কেনাকাটা করতে গিয়ে যুবতী নিখোঁজ
শহর প্রতিনিধি
কেনাকাটার কথা বলে বাসা থেকে বের হয়ে হাবিবা আক্তার (২৪) নামে এক যুবতী নিখোঁজ হয়েছে।
এ ঘটনায় নিখোঁজ যুবতীর বড় ভাই সোলায়মান মিয়া বাদী হয়ে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ১১৮৯ তাং- ২৬-১২-২৩। এর আগে গত সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় বন্দর উপজেলার মিরকুন্ডীস্থ তার নিজ বাড়ি থেকে কেনাকাটার জন্য বের হয়ে ওই যুবতী নিখোঁজ হয়।
নিখোঁজ হাবিবা আক্তার বন্দর উপজেলার উত্তর মীরকুন্ডি এলাকার হাবিব মিয়ার মেয়ে।
বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান,এক যুবতী নিখোঁজ হওয়ার জিডি হয়েছে।পুলিশ তার সন্ধানের জন্য কাজ শুরু করেছে।যত দ্রুত সম্বভ তাকে খোজে বেড় করা হবে।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম