Logo

শুক্রবার | ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ভোর ৫:১০

নারায়ণগঞ্জ  শুক্রবার | ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ বসন্তকাল | ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী জেলা কমিটির সংগঠকসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী
কেন্দ্র দখলের অভিযোগ এনে বিএনপি প্রার্থীদের ভোট বর্জন
  সর্বশেষসারাদেশখুলনা || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮

আড়াইহাজার ও গোপালদী পৌরসভায় কোন প্রকার ঘোলযোগ ছাড়াই শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকালে মোষলধারে বৃষ্টির মধ্যেও কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল। ভোটারদের উৎসাহ উদ্দিপনার মধ্যে ভোট দিতে দেখা গেছে। তবে দিনের মাঝামাঝি সময়ে আড়াইহাজার পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী পারভীন আক্তার রিটানিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন, এ পৌরসভার নয়টি কেন্দ্রের সকল কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দিয়ে ভোট কেন্দ্র গুলো আওয়ামীলীগের প্রার্থীর লোকজন দখল করে নেয়। তার কিছুক্ষন পর গোপালদী পৌরসভার বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মুশফিকুর রহমান নির্বাচনে কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

সকালের দিকে মুষলধারে বৃষ্টির কারনে ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতি একটু কম ছিল। বেলা ১০টার দিকে বৃষ্টি কমে আসলে পেককাদার মধ্যে ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের প্রচন্ড ভিড় দেখা যায়। দীর্ঘ লাইনে দাড়িয়ে নারী ও পুরুষ ভোটারা ভোট দেয়। বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের বেশ উপস্থিতি দেখা যায়। সকালে ভোট শুরু হওয়ার পর গোপালদী পৌরসভার সদাসদী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে কিছুটা উত্তেজনা দেগা দিলে আইনশৃংখালা বাহিনীর হস্তক্ষেপে তার নিরসন হয়।

সকাল সাড়ে নয়টার দিকে আড়াইহাজার পৌরসভার সরকারী সফর আলী কলেজেও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলে পুলিশ তা নিয়ন্ত্রনে আনে। বেলা ১১টার দিকে কামরানীরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জালা ভোট দেওয়ার অভিযোগ করে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী পারভীন আক্তার। আড়াইহাজার ও গোপালদী পৌরসভার ভোট কেন্দ্রগুলো ঘুরে সকালের দিকে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীদের এজেন্টদের ভোট কেন্দ্রে দেখাগেলে ও দুপুরের দিকে তাদের বেশীরভাগই দুপুরের খাবারের কথা বলে কেন্দ্র থেকে চলে আসে বলে প্রিসাইডিং অফিসাররা জানান। এ দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহন চলে।

আড়াইহাজার পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী পারভীন আক্তারের সকল ভোট কেন্দ্রের ভোট স্থগিতের ব্যাপারে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী সুন্দর আলী বলেন, বিএনপি মেয়র প্রার্থী তাদের নিশ্চিত পরাজয় আচ করতে পেরে নির্বাচন বাঞ্চাল করার জন্য এ মিথ্যা অভিযোগ করেছে।

অপরদিকে গোপালদী পৌরসভার বিএনপির মেয়র প্রার্থীর মুশফিকুর রহমানের ভোট বর্জনের ব্যাপোরে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী এম এ হালিম সিকদার বলেন, নির্বাচনে পরাজিত হবে দেখেই এ সুষ্ঠু ও সুন্দর নির্বাচনকে কলঙ্কিত করতে এবং রাজনৈতিক ফায়দা লোটার জন্য নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

আড়াইহাজার পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী পারভীন আক্তারের ভোট কেন্দ্র দখলের ও ভোট কেন্দ্রের ভোট স্থগিত চেয়ে লিখিত আবেদনের ব্যাপারে আড়াইহাজার পৌরসভা নির্বাচনের রিটানিং অফিসার ফয়সল কাদের বলেন, বিএনপি প্রার্থীর অভিযোগটির ব্যাপারে তাৎক্ষনিকভাবে প্রত্যেকটি ভোট কেন্দ্রে ম্যাজিষ্ট্যাট,আইনশৃংখলা বাহিনী ও নির্বাচন কমিশনের টিম ঘুরে এবং প্রিসাইডিং অফিসারদের সাথে কথা বলে এর কোন সত্যতা পাওয়া যায়নি। গোপালদী পৌরসভার নির্বাচনের রিটানিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান জানান, গোপালদী পৌরসভার প্রতিটি কেন্দ্রেই শতস্ফুর্ত ভোট হয়। এখানে কোন কেন্দ্রেই কোন প্রকার সমস্যা ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকালে ভোট গ্রহন শেষে প্রতিটি কেন্দ্রে উপস্থিত প্রার্থীদের এজেন্টদের সামনে ভোট গণনা করা হয়।#

ভিডিও

এ সম্পর্কিত আরো খবর...

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   লাঙ্গলবন্দ তীর্থ অষ্টমী স্নানোৎসব শুরু শুক্রবার    সোনারগাঁয়ে বাড়ির দেয়ালে পোষ্টার সাঁটিয়ে ডাকাতির হুমকি    সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে আগুণে ১৪ দোকান পুড়ে ছাঁই    আড়াইহাজারে পারিবারিক কলহের জের একজনকে  পিটিয়ে হত্যা    বন্দরে রামনগরে দুই পক্ষের সংঘর্ষে ঘরবাড়ি ভাংচুর, লুটপাট সাবেক যুবদল নেতাসহ উভয় পক্ষের  আহত- ১০      বিপুল পরিমান মাদক সহ মোরছালিন গ্রেপ্তার    নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী জেলা কমিটির সংগঠকসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী    বন্দরে অচেতন করে কিশোরীর নগ্ন ভিডিও ধারণ, পালক পিতাকে পুলিশে সোপর্দ     সদস্য সচিব টিপুকে চাঁদাবাজ ও সন্ত্রাসী আখ্যা দিয়ে দিগুবাবু বাজারে ব্যানার টানিয়েছেন বাজার ঐক্য সংগঠন    ফতুল্লায় স্বামীকে নির্যাতনের ভিডিও দেখিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষন    ইটভাটার ঝোপ থেকে মোঃ বাইজিদ আকন নামের ৯ বছর শিশুর লাশ উদ্ধার     বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেফতার    সংস্কারের কথায় কান ঝালাপালা, কী সংস্কার করেছেন জানি না : মির্জা আব্বাস     নারায়ণগঞ্জে তিন মামলায় ১২ দিনের রিমান্ডে পলক    সোনারগাঁয়ে এসি’র কম্প্রেশার বিস্ফোরণে দগ্ধ হয়ে ২ যুবক নিহত    ওমরা হজ্জ পালন করতে আবুল কালাম পরিবার    বন্দরে ভাষা শহীদদের স্মৃতিস্তম্বে ঐতিহ্যবাহী বন্দর প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন     বন্দরে গ্রীন গার্ডেন পার্কে সন্ত্রাসী হামলা পার্ক মালিকসহ আহত- ৪    সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার    নারায়ণগঞ্জে এনজিও কর্মকর্তাকে হত্যায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড