Daily Prothom Barta - Menu
ক্রেতা সেজে চিহৃিত মাদক বিক্রতা গ্রেফতার করলো ডিবি
শহর প্রতিনিধি
ক্রেতা সেজে নারায়ণগঞ্জ সদর উপজেলার বাড়ীরটেক সাকিনস্থ আশা ফিলিং ষ্টেশনের সামনে পাকা রাস্তার উপর থেকে হেরোইন, ফেন্সিডিল ও গাজঁসহ মো: সজল মিয়া (৩০) নামে এক চিহৃিত মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।এসময় মো: আব্দুল কাদের নামে অপর মাদক বিক্রেতা পালিয়ে গেছে।
রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।এর আগে শনিবার রাতে সদর মডেল থানার বাড়ীরটেক সাকিনস্থ আশা ফিলিং ষ্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।এসময় তার হেফাজত থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরি ১০ বোতল ফেন্সিডল, ২৬ গ্রাম হেরোইন ও ৫ কেজি গাজাঁ জব্দ করে।
গ্রেফতারকৃত মো: সজল মিয়া উপজেলার গোগনগর এলকার আব্দুল লতিফের ছেলে। পালিয়ে যযাওয়া যুবকের নাম আব্দুল কাদির।
ডিবি উপ- পরিদশর্ক হাবিবুর রহমান জানান, মো: সজল মিয়া চিহৃিত মাদক বিক্রতা। সে দীর্ঘ যাবত ফকির বাড়ী মাদকের গডফাদার আব্দুল কাদিরের কাছ থেকে পাইকারী মাদক ক্রয় করে সজল ও তার সাঙ্গাপাঙ্গারা খুচরা বিক্রি করে আসছে।
শনিবার রাতে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ ক্রেতা সেজে সজলকে গ্রেফতার করা হয়।এসময় তার হেফাজত থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরি ১০ বোতল ফেন্সিডিল, ২৬ গ্রাম হেরোইন ও ৫ কেজি গাজাঁ জব্দ করা হয়।ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক বিক্রতা পালিয়ে যায়।