Daily Prothom Barta - Menu
গরুচোরের বিচার ১ লাখ ৩৫ হাজার টাকা ?
আড়াইহাজার প্রতিনিধি
নারায়নগঞ্জ আড়াইহাজারে ৪টি গরু চুরির অভিযোগে গ্রাম্য সালিশে বসিয়ে ১লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যদের বিরুদ্ধে।
শুক্রবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাসেরকান্দী গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, গত ১৯ ডিসেম্বর খাসেরকান্দী গ্রামের মৃত করিম বেপারীর ছেলে বাবুল ও মুল্লুকসাদী গ্রামের আঃ রহমানের ছেলে মাইনউদ্দিনকে পুলিশ মাদক বিক্রির অভিযোগে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেন। পরে জামিনে ছাড়া পেয়ে ২০ ডিসেম্বর তাদের পুলিশের নিকট ধরিয়ে দিয়েছে সন্দেহ করে একই গ্রামের মোবারকের বাড়ী ভাংচুর করে। পরে আবারো রাতে মোবারকের ৪টি গরু চুরি করে নিয়ে যায়।
পরে স্থানীয় ইউপি সদস্য বাবুলের পক্ষ থেকে শুক্রবার রাত টায় খাসেরকান্দী মাদরাসা মাঠে ইউপি সদস্য বাতু মিয়ার নেতৃত্বে বিচার সালিশ বসে। দীর্ঘক্ষণ সালিশ চলার পর রাত ১২টায় বাবুলকে দোষী প্রমানিত করে তার ১লাখ ৩৫ হাজার টাকা জরিমানা ধার্য্য করে। একজন চোরের বিচার করার এলাকায় চাপা ক্ষোপ বিরাজ করছে। অভিযুক্ত বাবুলকে একাধিকবার মুঠাফোনে কলদিলেও তিনি রিসিভ করেনি।
ইউপি সদস্য বাতু মিয়া জানান, আমি বিচার করেনি। সানা হাজি বিচার করছে। শুনেছে ১ লাখ ৩৫ হাজার টাকার রায় করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, বিষয়টি জানা নেই। খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।