Daily Prothom Barta - Menu
চাদার দাবিতে ব্যাবসায়ীকে কুপালো ছিছকে সন্ত্রাসীরা
ফতুল্লা প্রতিনিধি
নারায়ণগঞ্জ সদর উপজেলার এলাকায় দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ী ও তার ভাইকে কুপিয়ে গুরুতর জখম ও তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং ভাঙচুর করার অভিযোগে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
গত মঙ্গলবার নারায়ণগঞ্জ সদর উপজেলার বটতলার রেল ষ্টেশন ওরিয়ান ড্রাইং সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ফিরোজ খান জানান, ফতুল্লা থানাধীন বটতলার রেল ষ্টেশন সংলগ্ন “কুতুবআইল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ” নামক দোকান ঘর দিয়া দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসতাছি। গত মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এলাকার বখাটে, কুখ্যাত চাঁদাবাজ, নেশা দ্রব্য বিক্রেতা ও অসৎ চরিত্রের লোক নিজাম উদ্দিন লিজার ছেলে অনিক বিভিন্ন সময়ে ব্যবসা প্রতিষ্ঠানে আসিয়া আমার নিকট হইতে টাকা দাবি করে এবং আমাকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করিয়া আসিতেছিলো।
মঙ্গলবার ২৬ ডিসেম্বর বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে বিবাদীসহ অজ্ঞাত নামা ২০/২৫ জন একত্র হইয়া আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসিয়া মাসে ৫০ হাজার টাকা দিতে হবে, যাহাতে আমি রাজি না হওয়ায় বিবাদীগন আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করিতে থাকে ।এর প্রতিবাদ করায় আমাকে এলোপাতারি মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। যাহাতে আমার বড় ভাই নজরুল (৫৫) দেখিতে পাইয়া আগাইয়া আসিয়া বিবাদীগনকে বাধা প্রদান করিলে তাহারা আমার ভাইকেও মারধর করিয়া শরীরের বিভিন্ন নিলাফুলা জখম করে এবং আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছোড়া দ্বারা পেটে আঘাত করার চেষ্টা করিলে আমার ভাই ছোড়ার আঘাত ফেরানোর চেষ্টা করে। একপর্যায়ে আমার ভাইয়ের বাম হাতের কনুইয়ে ছোড়ার আঘাত লাগিয়া রক্তাক্ত জখম হয়।
এসময়ে আমার ডাক চিৎকার গুনিয়া আশে পাশের স্থানীয় লোকজন আগাইয়া আসিয়া আমাকে ও আমার ভাইকে বিবাদীগনের নিকট হইতে উদ্ধার করিয়া গুরুত্বর রক্তাক্ত অবস্থায় নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার এসআই কামরুজ্জামান বলেন, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।