Daily Prothom Barta - Menu
ভোট দেওয়ার উদ্দেশ্যে বের হয়ে মাহমুদুল হাসান নিখোঁজ
বন্দর প্রতিনিধি :
ভোট দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আল হেরা ইসলামিক কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান (৩০) গত ২ দিন ধরে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। অনেক স্থানে খোজাখুজি পর তার কোন সন্ধান না পেয়ে এ ব্যাপারে নিখোঁজের মা রিজিয়া বেগম বাদী হয়ে মঙ্গলবার (৯ জানুয়ারী) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করে। যার জিডিনং- ৩৭৪ তাং- ৯-১-২৪ইং। নিখোঁজ মাহমুদুল হাসান সুদূর পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার দাউদখালী এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে। বর্তমানে সে বন্দর থানার রুপালী আবাসিক এলাকার জনৈক মতিউর মিয়ার ভাড়াটিয়া বাড়িতে বসবাস করে আসছে।এর আগে গত রোববার (৭ জানুয়ারী) সকাল সাড়ে ৮টায় বন্দর রুপালী আবাসিক এলাকা থেকে ভোট দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে ওই যুবক নিখোঁজ হয়। পুলিশ জিডি পেয়ে নিখোঁজ ব্যাক্তিকে সন্ধান পাওয়ার জন্য উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।