Daily Prothom Barta - Menu
বন্দরে মিশুক চালক হত্যার অভিযোগে আটক-২
প্রকাশিত: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
বন্দর প্রতিনিধি
নারায়ণগঞ্জ বন্দরে মিশুক চালক জাকির হোসেন (১৯) হত্যার অভিযোগে দুই জনকে গেস্খফতার করেছে থানা পুলিশ ।
বরিশাল জেলায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততা থাকার অপরাধে ২ জনকে আটক করা হয়েছে।এর আগে সোমবার (১১ ডিসেম্বর) রাতে নিহতের পিতা আলম বাদশা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।
বন্দর ফাঁড়ি পুলিশের এসআই আরিফ পাঠান জানান,জাকির হোসেন হত্যার ঘটনার সাথে জড়িত থাকার অর্ভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে ।
নিহত জাকির হোসেন লালমনিরহাট জেলার আদিতমারী থানার দিগলটারি গ্রামের দিনমজুর আলম বাদশা মিয়ার ছেলে। বর্তমানে তারা বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের কদম রসুল কলেজ মাঠপাড়া এলাকার বীরমুক্তিযোদ্ধা শহীদুল্লাহ মিয়ার ভাড়াটিয়া বলে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসী জানায়, সোমবার ১১নভেম্বর সকালে কলাগাছিয়া ইউনিয়ন মোহনপুর কবরস্থানের পাশে জমিরধারে অজ্ঞাত নামা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখতে পায়। সাথে সাথে বন্দর থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে মদনগঞ্জ ফাড়ী পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করেন