Daily Prothom Barta - Menu
জম্ম নিবদ্ধন সনদ জালিয়াতি চক্রে সদ্যসকে আটক করল এলাকাবাসি
বন্দর প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের বিভিন্ন র্কমকর্তার ও ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশার স্বাক্ষর জাল করে জম্ম নিবদ্ধন সনদ তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া চক্রের সদ্যসকে এলাকাবাসি আটক করে কাউন্সিলর অফিসে দিয়েছে ।
বুধবার সন্ধ্যায় ২৩ নং ওয়ার্ডের ইস্বপাহানী এলাকা থেকে তাকে আটক এলাকাবাসি ।আটক হাফিজ মো: আল-আমিন ।সে ২৩ নং ওয়ার্ডের ইস্পাহানী ছোট মসজিদের মোয়াজ্জেম।
২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা জানান,দীর্ঘ দিন যাবত শুনতে পারছি জম্ম নিবদ্ধন সনদ জালিয়াতি চক্রের সদ্যরা আমার ও নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের বিভিন্ন কর্মকতাদের স্বাক্ষর জাল করে জম্ম নিবদ্ধন সনদ তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে ৫ হাজার টাকা করে নিত জালিয়াতি চক্রের সদ্যরা ।বুধবার সন্ধ্যায় ২৩ নং ওয়ার্ডের স্বল্পের চক এলাকার আয়াত হোসেন নামে এক লোকের জম্ম নিবদ্ধন তৈরি করে দেয়ার সময় ২৩ নং ওয়ার্ডের ইস্পাহানী ছোট মসজিদের মোয়াজ্জেম হাফিজ মো: আল-আমিনকে কাউন্সিল অফিসে নিয়ে আসে ।তিনি জম্ম নিবদ্ধন সনদ জালজালিয়াতি করে তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছিল বলে এলাকাবাসি ও আমার সামনে স্বীকার করেছে ।
কাউন্সিলর আরো জানান, জালজালিয়াতের চক্রের সদ্যসরা দেশ ও জাতির শত্রু ।তাদের আইনের মাধ্যমে বিচার হওয়া উচিত ।তাই পৃুলিশকে খবর দেয়া হয়েছে ।পুলিশ আসলে তাদের হাতে তুলে দেয়া ।