Daily Prothom Barta - Menu
জালাল হাজীর ৩৭তম মৃত্যুবার্ষিকী পালন
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ ও জননন্দিত বিএনপি নেতা জালাল উদ্দিন আহম্মেদের (জালাল হাজী) ৩৭ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বন্দরে তার নিজ বাসভবনে মিলাদ, দোয়া ও খাবার বিতরণের মধ্যদিয়ে স্মরণ করা হয় তাকে। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে এলাকাবাসী এবং তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
জালাল উদ্দিন আহম্মেদ ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর। সদর ও বন্দর উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি। একই সাথে বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যসহ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা আহবায়কও ছিলেন জালাল উদ্দিন। নারায়ণগঞ্জ কলেজ, গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয় ও বন্দরের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দান করার জন্য তাকে শিক্ষানুরাগী ও দানবীরও বলা হয়ে থাকে। জালাল হাজীর মৃত্যুর পর তার ছেলে এড. আবুল কালাম নারায়ণগঞ্জ ৫ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচীত হন। আবুল কালাম দীর্ঘদিন নামায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি দায়িত্ব পালন করেছেন। এছাড়া, জালালউদ্দিন হাজীর নাতী মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কাউসার আসা নাসিকের ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর।