Daily Prothom Barta - Menu
জাল ডেট সার্টিফিকেট বানিয়ে ধরা পড়ল ২ প্রতারক
প্রকাশিত: সোমবার, ১১ মার্চ, ২০২৪
শহর প্রতিনিধি নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া)হাসপাতালের এক চিকিৎসকের স্বাক্ষর জাল করার অপরাধে দুই যুবককে আটক করে পুলিশের কাছে র্সোপদ করেছে হাসপাতালের কর্তৃপক্ষ।
সোমবার বিকালে তাদের হাসপাতাল থেকে আটক করা হয় ।
আটককৃতরা হল শান্ত(২৫) ও হাসান (২৮) তারা জেনারেল (ভিক্টোরিয়া)হাসপাতালের দালাল হিসাবে কাজ করত ।
হাসপাতাল সূত্রে জানা গেছে , মো: আল আমিন নামে এক কিশোর তার বাবার ডেট সার্টিফিকেট নেয়ার জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া)হাসপাতালে আসে ।ওই সময় পরিচয় হয় হাসাপাতালে রোগি ভাগানো দালাল শান্ত ও হাসানের সাথে ।পরে হাসাপাতালের চিকিৎসক ডা: নাজমুল হোসেনের স্বাক্ষর জাল করে ডেট সার্টিফিকে তৈরি করে মো: আল আমিনকে বুঝিয়ে দেয় ।পরে কানা ঘোষা শুরু হলে হাসপাতালের লোকজন তাদের আটক করে পুলিশে সোর্পদ করে ।
সদর মডেল থানার উপ-পরির্দশ আবুল বাশার আজাদ জানান, জাল ডেট সার্টিফিকেট তৈরি করা দুই যুবক ও সাটিফিকেট গ্রহন করা এক কিশোরসহ তিন জনকে হাসপাতাল কর্তৃপক্ষ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে ।তবে হাসপাতালের পক্ষ থেকে কোন অভিযোগ এখনও দেয়নি ।বারবার তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে ।এখন ও আসেনি।