Daily Prothom Barta - Menu
জিওধরায় মাহাবুব হত্যা চেষ্টাকারী বাদশা র্যাবের হাতে গ্রেপ্তার
বন্দর প্রতিনিধি:
বন্দরের জিওধরায় মাহাবুব(৪০)কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনার অন্যতম আসামী বাদশা প্রধান(৩৬)কে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১১। গত বুধবার ( ১৬ অক্টোবর) বিকেলে তার নিজ বাড়ির সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাদশা প্রধান বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা গ্রামের আলতাফ প্রধানের ছেলে। বৃহস্পতিবার ( ১৭ অক্টোবর) সকালেই তাকে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।যার নং ১৮(৯)২৪ইং। এদিকে আহত মাহবুবের অবস্থার কিছুটা উন্নতি ঘটলেও এখনো আশংকা মুক্ত হয়নি বলে জানিয়েছেন আহতের মা হাসিনা প্রকাশ মহিতুন বেগম।
সূত্র মতে,বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের মৃত বীরমুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের ছেলে মাহাবুব হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী জিওধরা গ্রামের মৃত জমির প্রধানের ছেলে আলতাফ প্রধান,তার পুত্র দীন ইসলাম,আতাউর,মানিক,সাদ্দাম,বা