Daily Prothom Barta - Menu
ট্রাাভেল ব্যাগে মিললো ২৭ কেজিঁ গাজাঁ
শহর প্রতিনিধি
মহানগর সিদ্ধিরগঞ্জ থেকে ২৭ কেজিঁ গাজাঁসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা কাউন্টার টেরিরেজম ইউনিট।
বুধবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ তাতখানা প্রাইমারি স্কুলের সামনে থেকে দুলাল পেদা (৪০)কে গ্রেফতার করা হয়।এসময় তার হেফাজত থেকে ২৭ কেজাঁ গাজাঁ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত দুলাল পেদা শরিয়তপে জেলা ডামুড্ডা থানার কুতুবপুর এলাকার মৃত্.বাচ্চু মিয়ার ছেলে।
জেলা কাউন্টার টেরিরেজম ইউনিটের পরিদর্শক মো: কামাল হোসেন জানান,দুলাল পেদা চিহৃত মাদক বিক্রেতা।সে বুধবার সন্ধ্যায় মাদক বিক্রির উদ্দেশে সিদ্ধিরগঞ্জ তাতখানা প্রাইমারি স্কুলের সামনে অবস্থান কালে উপ- পরিদর্শক মিজানুর রহমানেরর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে একটি ট্রাভেল ব্যাগে থাকা ২৭ কেজিঁ গাজাঁসহ দুলাল পেদাকে গ্রেফতার করা হয়েছে।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম