Daily Prothom Barta - Menu
ট্রেনের নিচে পড়ে প্রান গেল প্রধান শিক্ষকেরর
প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে মুন্সিগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন (৫০) নিহত হয়েছেন। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দেলোয়ার হোসেন শ্যামপুরের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও নিহতের সঙ্গে থাকা বন্ধু বাচ্চু মিয়া জানান, “ট্রেনে ওঠার সময় স্টেশনে প্রচুর ভিড় ছিল। আমরা ট্রেনে ওঠার চেষ্টা করছিলাম। হঠাৎ লোকজন চিৎকার করতে শুরু করে, ‘মানুষ মারা গেছে’। তখন আমি দেখি দেলোয়ার স্যার দুই বগির মাঝে পড়ে গেছেন।”
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোকলেছুর রহমান জানান, “ট্রেনটি স্টেশনে থামার সময় হুড়োহুড়ির কারণে দেলোয়ার হোসেন পড়ে যান। আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হয়েছি যে এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। নিহতের পরিবার এবং তাঁর স্কুলের ছাত্ররা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।”
এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়াতে স্টেশনে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ এবং যাত্রীদের সচেতন করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।