Daily Prothom Barta - Menu
ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কে যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গণধোলাই দিয়ে এলাকাবাসী পুলিশে সোর্পদ করেছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে সড়কের ২১ নম্বর ব্রীজের হারারবাড়ি এলাকায় ঘটে এ ঘটনা।
রূপগঞ্জ থানার এসআই শাহজাহান খান জানান, কয়েকদিন ধরে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বিভিন্ন স্থানে বিভিন্ন যানবাহনে ডাকাতির ঘটনা ঘটছিল। শনিবার রাত সাড়ে ১২ টারদিকে সড়কের ২১নম্বর ব্রীজেরর হারারবাড়ী এলাকায় যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় এলাকাবাসী ধাওয়া করে উপজেলার গোলাকান্দাইল দড়িকান্দি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রাব্বি হোসেন, বড়ালু পশ্চিমপাড়া এলাকার মিয়াজদিএনর ছেলে জাহাঙ্গীর আলম, জাঙ্গীর এলাকার ইসমাইলের ছেলে সোহেল ও ছাতিয়ান এলাকার সোবহানের ছেলে ইয়াকুব আলী ও নরসিংদীর রায়পুরা থানাধীন ডোকারচর এলাকার মৃত ইসমাইলের ছেলে কামরুজ্জামান ঝন্টু নামে ৫ ডাকাত সদস্যকে আটক করে। পরে গণ ধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেন। গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত রামদা,চাপাতি. ছোড়া, রড উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।##