Daily Prothom Barta - Menu
তিন ভাইয়ের সন্ত্রাসী কমকান্ডে ইসদাইলবাসী অতিষ্ট


ফতুল্লা প্রতিনিধি
তিন ভাইয়ের সন্ত্রাসী কমকান্ডে নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসদাইল এলাকাবাসি অতিষ্ট হয়ে পড়েছে।জিম্মি হয়ে পড়েছে বিভিন্ন ব্যাবসায়ীরা।তাদের কাছ থেকে মুক্তিপেতে আইন শৃঙ্খলা বাহিনী ও রাজনীতি ব্যাক্তিদের পিছু ছুটছেন এলাকাবাসী।
ইসদাইল এলাকার আল-আমীন নামে এক যুবক জানান, উজ্জল,মিঠু ও সম্রাট। তারা তিন ভাই।বসবাস করে ইসদাইল এলাকায়।গড়ে তুলেছেন
সন্ত্রাসী বাহিনী।তারা এলাকার ইট,বালু, জমি দখল ডিস ব্যাবসা নিয়ত্রন করতে ব্যবসায়ী ডেকে এনে মারধর করেছে।তাদের ভয়ে ব্যবসায়ীরা বাড়ি ঘরে ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
প্রসঙ্গত, দীর্ঘ ১২ বছর যাবত অভিযোগকারী ও তার ছেলেরা ইন্টারনেট ব্যবসা পরিচালনা করে আসছে ।হঠাৎ করে ইন্টারনেট ব্যবসা দখল করতে মরিয়া হয়ে উঠে উজ্জল মো: মিঠু ও সম্রাট তিনভাই বাহিনীর সাঙ্গাপাঙ্গারা।এর ধারবাহিকতায় গত ১ মে বিকালে ইয়ামিকে তার বাসা থেকে তুলে আনতে যায় তিনভাই বাহিনীর লোকেরা ।এসময় ইয়ামিনের ভাই বোনেরা বাধাঁ দিলে তাদের মারধর করে ।আর ইয়ামিনকে সুইচ গিয়ার দিয়ে হত্যার উদ্দেশ্যে ছুরিঘাকাত করে ।তিনি আরো উল্লেখ্য করেন ,অভিযুক্তদের দেশীয় অস্ত্র সস্ত্র মহড়া ও হুমকী দামকীর কারনে বাড়েিত যেতে পারছে না বাদী ।
ফতুল্লা থানার অফিসার ইনর্চাজ শরফিুল ইসলাম জানান , ব্যবসা নিয়ে মারামারি ঘটনায় একটি অভিযোগ পেয়েছি ।তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।