Daily Prothom Barta - Menu
থান কাপড়ের আড়ালে মাদক বিক্রি গ্রেফতার ১
শহর প্রতিনিািধ
নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে আ: জলিল (৩৪)নামে এক মাদক বিক্রিতাকে গ্রেফতার করেছে র্যাব ১১সদস্যরা ।
র্যাব ১১ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া তথ্য দিয়ে নিশ্চিত করেছেন ।এর আগে শহরের ডিআইটি গুলশান হলের পিছনে থান কাপড় দোকানে থেকে তাকে গ্রেফতার করে।এসময় তার হেফাজত থেকে ভারতীয় তৈরি আমদানী নিষিদ্ধ ৩৩৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় ।
গ্রেফতারকৃত ,আব্দুল জলিল শরিয়তপুর জেলা গোসইরহাট থানার সাইখ্যা এলাকার মো: মহিউদ্দিন সরদারের ছেলে ।
র্যাব ১১ জানান , সে পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ বিশেষ কৌশল অবলম্বন করে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ফেনী জেলা হতে আনায়ন করে নারায়ণগঞ্জ’সহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদক বিক্রেতা লোহার তৈরি ০৪ (চার)টি ছোট বড় রোলারের ভিতর রক্ষিত অভিনব কৌশলে ৩৩৭ বোতল ফেন্সিডিল পাচারকালে তাকে গ্রেফতার করা হয়।