Daily Prothom Barta - Menu
যাত্রীর পরির্বতে মাদক সরবরাহ করতে গিয়ে ধরা পড়ল যুবক
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রাইভেটকারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ১১ সদস্যরা ।
সোমবার দুপুরে বন্দর থানায় তাকে মাদকসহ হস্তান্তর করে সহকারী পরিচালক এএসপি সনদ বড়ুয়া।এর আগে বন্দর থানাধীন এলাকা থেকে তাকে ৩৮ কেজিঁ গাজাঁ ও একটি মাদক সরবরাহকারী একটি প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ রনি (৩৬) কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিন থানাধীন দুরিবাতগ্রাম গ্রামের জামালের ছেলে ।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত মোঃ রনি (৩৬) পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত মোঃ রনি (৩৬) কুমিল্লা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।