Daily Prothom Barta - Menu
দুর্ধষ সামেদ আলীকে গ্রেফতার
শহর প্রতিনিধি
ফতুল্লার আকবরনগরের সেই দুর্ধষ সামেদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে ফতুল্লার ভুইগড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম জানান, একটি প্রতারনা মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টসহ আরো ৯টি মামলায় সামেদ আলীর বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরো একাধীক মামলা রয়েছে।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম