Daily Prothom Barta - Menu
নাম্বার বিহীন কভার্ডভ্যানে মিলল অর্ধ কোটি টাকার মাদক
শহর প্রতিনিধি
নাম্বার বিহীন কভার্ডভ্যান দিয়ে নারায়ণগঞ্জসহ আশেপাশে বিভিন্ন জেলায় মাদক পাচারকারী মোঃ রানা @ মাইন উদ্দিন @ হাসান (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের একটি চৌকশ টিম।
বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।এর আগে মহানগর সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।এসময় নাম্বার বিহীন কভার্ড ভ্যান জব্দ ও ৫০ কেজিঁ গাজা ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত, মোঃ রানা @ মাইন উদ্দিন @ হাসান (২৯) কুমিল্লা জেলার কোতয়ালি থানা এলাকার মঞ্জিল হোসেনের ছেলে।পলাতকরা হলেন,মোঃ শাহীন @ স্টার শাহীন (৩৫) ও বিল্লাল হোসেন @ রনি (৩২)।
ডিবির ইন্সিপেক্টর আল মামুন জানান,ডিবির চৌকশ একটি টিম এস আই মোঃ সহিদার রহমান সঙ্গীয় অফিসার এসআই এসএম শামীম, ,এসআই আশিক ইমরান, এএসআই মোঃ আরাফাত হোসেনসজ সঙ্গীয় ফোর্স নিয়ে মহানগর সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নাম্বার বিহীন একটি কভার্ডভ্যান তল্লাশি ৫০ কেজিঁ গাজা ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত ও পলাতকরা পেশাধার মাদককারবারি। তারা দীর্ঘ দিন যাবৎ নারযণগঞ্জসহ আশপাশ জেলায় মাদক পাচার করে আসছে।তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধীক মামলা রয়েছে।মঙ্গলবার রাতে তাদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।জব্দ করা হয়েছে নাম্বার বিহীন কভার্ডভ্যান ও উদ্ধার করা হয়েছে ৫০ কেজিঁ গাজাঁ ও ১০০ বোতল ফেন্সিডিল।