Daily Prothom Barta - Menu
নারায়ণগঞ্জের বন্দরে টোটাল ফ্যাশনে শ্রমিক অসন্তোষ মহাসড়ক অবরোধ
বন্দর প্রতিনিধি : লারিজ ফ্যাশানের পর এবার বকেয়া বেতন ও বোনাসের দাবিতে নারায়নগঞ্জের বন্দরে টোটাল ফ্যাশন নামে আরো একটি পোষক প্রস্তুতকারি প্রতিষ্ঠানের শ্রমিক অসন্তোষের খবর পাওয়া গেছে।
ওই সময় বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রর্দশন করলে মুহুর্তের মধ্যে মহাসড়কের দুপাশেই যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সোমবার (১১জুন) বেলা ১২টায় বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্ধ এলাকায় এ শ্রমিক অসন্তোষের ঘটনাটি ঘটে।
যানজটের কারনে দূরপাল্লা যাত্রীরা চরম বিপাকে পড়ে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আন্দোলনরত শ্রমিক ফারুক গনমাধ্যমকে জানান, দুই বছরের ছুটির বেতন, এক মাসের বেতন ও বোনাস আটকে আছে। বেতন না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছি। ঈদের আগেই যেন বকেয়া বেতন পরিশোধ করা হয়।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, মালিকপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিতে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ কাজ করেছে। সড়কে কিছুক্ষণ পরেই যান চলাচল স্বাভাবিক হয়। মালিকপক্ষ জানিয়েছে বুধবারের মধ্যে তাদের পাওনা পরিশোধ করবে