Daily Prothom Barta - Menu
নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে চিকিৎসাধীন অবস্থায় মরা গেল শিক্ষার্থী
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের দেওভোগে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে কলেজ শিক্ষার্থী সীমান্ত (২০)। ঢামেকে রাত সোয়া ১০টায় গেছেন বলে নিশ্চিত করেন নিহতের বাবা হাজী আলম চাঁন।
সীমান্রাত রাজধানীর একটি বেসরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর ছয়টার দিকে কলেজের উদ্দ্যেশ্যে যাওয়ার সময় দেওভোগের মিন্নত আলী মাজারের সামনে এ ঘটনা ঘটে। সীমান্ত শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা হাজী আলমের ছেলে।
নিহতের বাবা হাজী আলম জানান, সকালে কলেজে যাবার সময় মিন্নত আলী মাজারের সামনে ছিনতাইকারীরা পথরোধ করে সীমান্তর ব্যাগ, মোবাইল টানাটানি করে। এসময় তাদের বাধা দিতে গেলে তারা মাথা, পেটে ও পায়ে কুপিয়ে তাকে আহত করে। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরও জানান, আমরা ইতিমধ্যে সদর থানার ওসির সাথে যোগাযোগ করেছি। এ ঘটনায় আমরা মামলা দায়ের করবো।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম