Daily Prothom Barta - Menu
নারায়ণগঞ্জে দেওভোগ বেপারী পাড়ায় চাঁদাবাজি ও মাদক বিক্রিতাদের হামলার শিকার ব্যবসায়ী
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের দেওভোগ বেপারী পাড়ায় এলাকায় চাদার দাবিতে মঙ্গলবার ঈদুল আযহারের দ্বিতীয় দিনে হামলার ঘটনা ঘটেছে । এখানে প্রবাসী রবিনের অটো গ্যারেজে স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী মোঃ সায়মন (৩৫) মহাসিন এবং তার বড় ভাই মোঃ হোসেন লিখন (৫২) জিওন (২২) সন্ত্রাসীদের নিয়ে এসে ভাঙচুর ও মারধর করে। তারা প্রতি মাসে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে।
রবিন বলেন ,চাঁদা দিতে অস্বীকার করলে তার গ্যারেজের কর্মচারী ও তার ছোট ভাই মোঃ সাঈদের উপর নির্মম হামলা চালানো হয়। এই ঘটনার পর রবিন নারায়ণগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেন।
রবিন আরো জানান, দক ব্যবসায়ী ও চাঁদাবাজরা এতটাই ক্ষমতাশালী যে তারা নাকি ওসি, এস পি, ডিসি পকেটে নিয়ে ঘুরে, এবং এলাকায় এসব বলে বেড়ায়। এছাড়া ও এলাকায় কিছু ক্ষমতাবান লোক তাদের সাথে জড়িত থাকায় তাদের দৌরাত্ম্য এত বেশি।
প্রবাসী রবিনকে পর্যায়ক্রমে এতটাই হত্যার হুমকি-ধমকি চালিয়ে যাচ্ছে যে তিনি জানের ভয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। এটি একটি মানবিক বিপর্যয়, যেখানে নিরীহ মানুষকে তার নিজ দেশে নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে।
এলাকাবাসির দাবি , যাতে তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে পারে। রবিনের জীবনের নিরাপত্তা ও তার পরিবারের মানসিক শান্তির জন্য সবাই আজ উদ্বিগ্ন! প্রশাসনের প্রতি অনুরোধ, এমন অবস্থা যেন আর কারও ক্ষেত্রে না ঘটে, এবং অপরাধীরা শাস্তি পেয়ে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।