Daily Prothom Barta - Menu
নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণ পর হত্যা যুবকের মৃত্যুদণ্ড
প্রকাশিত: সোমবার, ১ এপ্রিল, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় রায়হান কবির সোহাগ (২৮) নামে একজনকে মৃতুদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে আরও ১ লাখ জরিমানা করা হয়েছে।
রোববার (১ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত রায়হান কবির সোহাগ কুমিল্লার কোতয়ালী এলাকার সোলায়মান কবির আহমেদের ছেলে। সে বর্তমানে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় ভাড়া বাড়ীতে বসবাস করতো।
কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৮ সালের ২৪ জানুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় ১০ বছর বয়সী এক শিশু নিখোঁজের জিডি করা হয়। সেই সাথে ২৬ জানুয়ারি সোনারগাঁয়ের কাইকের টেক ব্রীজের কাছে প্লাস্টিকের বস্তা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেছেন।