Daily Prothom Barta - Menu
নারায়ণগঞ্জে শিশু অপহরনের পর হত্যা যুবকের মৃত্যুদণ্ড
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তাইজুল ইসলাম নামে সাত বছরের এক শিশুকে অপহরণের পর হত্যার দায়ে সুজন (২৭) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত একজন আসামীর অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সুজন কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার সাতারপুর এলাকার আব্দুল হকের ছেলে।
এর সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. আবদুর রশিদ বলেন, রূপগঞ্জ থানার দায়ের করা শিশু অপহরণ করে হত্যা মামলায় আদালত এক যুবককে মৃতুদণ্ড প্রদান করেছেন। রায় ঘোষণার সময়ে দণ্ডপ্রাপ্ত আসামী পলাতক ছিলো।
আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রকিবুদ্দিন আহমেদ রকিব বলেন, ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারী রূপগঞ্জের ভুলতা থেকে সাত বছরের শিশু তাইজুল ইসলাম নিখোঁজ হয়। এই ঘটনায় রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়। পরবর্তীতে ওই বছরের ৪ ফেব্রুয়ারী ভুক্তভোগী শিশুর বড় ভাই মাজহারুল ইসলামকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। সেই সাথে অনেক অনুময় বিনিময় করে একটি নাম্বারে ৫ হাজার টাকা বিকাশ করে।
সেই সাতে টাকা বিকাশ করার বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ওই নাম্বারের সূত্র ধরে সুজনকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায় ঘটনাকে গোপন করার জন্য শিশুকে হত্যা করে। সেই সাথে লাশ গুম করার জন্য রূপগঞ্জের গোলাকন্দাইল বালুর মাঠের কচুরি পনার মধ্যে ফেলে দেয়।
এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা আব্দুল আউয়াল রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেছেন।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম