Daily Prothom Barta - Menu
নারায়ণগঞ্জ গ্রে-থান এসোসিয়েশন নতুন কমিটি গঠন
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ গ্রে-থান এসোসিয়েশনের নবাগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার ১২মে বেলা ১১টায় গুলশান হল মার্কেট এলাকায় ফুল দিয়ে তাদের সহযোগিতার আশ^াস দেন সদস্যরা।
বিগত চার বছর যাবৎ গুলশান মার্কেট সহ আশে মার্কেটের গ্রে-থান ব্যবসায়ীদের নারায়ণগঞ্জ গ্রে-থান এসোসিয়েশন কমিটি বিলুপ্ত ছিল। ব্যবসায়ীদের প্রয়োজনীয় এই সংগঠনটি আবারো নতুন ভাবে সাজে তুলেছিলেন প্রবীন ও নবাগত ব্যবসায়ীদের সিদ্ধান্তে।
সকলের সম্মতিক্রমে গ্রে-থান ব্যবসায়ী মোঃ মিঠুকে সভাপতি ও মোঃ মজুকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্য বিশিস্ট কমিটি ঘোষনা করা হয়। কমিটির সহ-সভাপতি মোঃ ইলিয়াছ ও মোঃ রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজন ও মোঃ হিরা, সাংগঠনিক সম্পাদক নাসির আহম্মেদ শুভ, প্রচার সম্পাদক মোঃ সানোয়ার, অর্থ সম্পাদক (ক্যাশিয়ার) মোঃ সৌরভ, ক্রীড়া সম্পাদক মোঃ হাসান, সদস্য মোঃ বাবু, মোঃ রবিন, মোঃ শাহীন, মোঃ মাসুম, মোঃ রুবেল, মোঃ আবু সালেহ, মোঃ সাইফুল, মোঃ আনিস, মোঃ শ্যামল ও মোঃ পলাশ।