Daily Prothom Barta - Menu
নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত দীলুকে কফি হাউজের সংবর্ধনা
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের নির্বাচনে দীল মোহাম্মদ দীলু সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হওয়ায় ৫০ উর্ধ্বে কফি হাউজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
গত মঙ্গলবার (৪ জুন) রাতে দেওভোগ রাসেল পার্কে লাউন্স রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ৫০ উর্ধ্বে কফি হাউজের আহবায়ক এইচ এ আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিবুর রহমান হাবিব। মতিউর রহমান মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী শাহীন, শাহিন ইসলাম, মতিউর রহমান মতি, জালাল উদ্দিন, মোহাম্মদ বাপ্পি, মোতালেব সানি, আমিনুল ইসলাম কমল ,সাগর আহমেদ, ফিরোজ আহমেদ প্রমুখ।
দীল মোহাম্মদ দীলু নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান কফি হাউজের নেতৃবৃন্দ। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন।