Daily Prothom Barta - Menu
নারায়ণগঞ্জ স্কুলছাত্রী হত্যায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেএসসি পরীক্ষার্থী প্রিয়াংকা হত্যা মামলায় হাসান (২৮) নামে এক যুবকের যাবজ্জীবন করাদণ্ড দিয়েছেন আদালত। তবে রায় ঘোষণার সময়ে দণ্ডপ্রাপ্ত আসামী আদালতে অনুপস্থিত ছিলো।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত হাসান রূপগঞ্জের বরাবো এলাকার ফজলুল হকের ছেলে।
এর সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ২০১৭ সালে রূপগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় আদালত এক যুবককে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছেন আদালত।
আদারতের পাবলিক প্রসিকিউট অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা বলেন, ২০১৭ সালের ৬ নভেম্বর রূপগঞ্জের তারাব পৌরসভার বরাব এলাকার মহিউদ্দিনের মেয়ে জেএসসি পরীক্ষার্থী প্রিয়াংকার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত প্রিয়াংকা বরাব এলাকায় অবস্থিত হাজী আয়েত আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল। এই ঘটনায় স্কুল শিক্ষার্থীর বাবা মহিউদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলায় দায়ের করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেছেন।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম