Daily Prothom Barta - Menu
নিখোঁজের দুই দিনপর ডোবায় মিললো ইজিবাইক চালকের মরদেহ
শহর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে রাজু নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ফতুল্লার পিলকুনি এলাকায় অবস্থিত কবরস্থানের পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করেন।
নিহত রাজু(১৮) ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মোক্তার হোসেনের ছেলে। সে স্থানীয় এ লোকের ইজিবাইক ভাড়ায় চালাতেন।
পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানান, প্রথম রোজার দিন সন্ধ্যায় রাজু ইজিবাইক নিয়ে বের হয়। এরপর সে আর ইজিবাইক নিয়ে গ্যারেজে ফিরেনি। বিভিন্ন স্থানে খোজাখুজি শেষে আজ তৃতীয় রোজায় দুপুরে পরিবারের লোকজন জিডি করতে থানায় আসেন।
এরমধ্যে খবর পায় পিলকুনি কবরস্থানের পাশে ডোবায় একটি লাশ ভাসছে। তখন তারা জিডি না করে ঘটনাস্থলে গিয়ে রাজুর লাশ শনাক্ত করেন।
তিনি আরো জানান, নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়না তদন্ত রিপোর্টে মৃত্যুর কারন জানাযাবে। এবিষয়ে তদন্ত শুরু হয়েছে পরে বিস্তারিত জানানো হবে।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম