Daily Prothom Barta - Menu
নিখোঁজ তিনদিন পর লেক থেকে মরদেহ উদ্ধার
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেক থেকে মো. মহসিন (৩৯) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় সিআই খোলা ডিএনডি খালের লেক থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহিত মহসিন সিদ্ধিরগঞ্জ হাউজিং ৫নং রোড এলাকার ব্যবসায়ী মজিবুরের ছেলে।
নিহতের মহসিনের বড় ভাইয়ের স্ত্রী জানান, তার সঙ্গে সর্বশেষ চারদিন আগে কথা হয়ে ছিল। এরপর থেকে বাসায় আসেনি।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মোকলেছ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে ডিএনডি খালের লেকে দুর্গন্ধ ছড়ালে আশপাশের স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে আমরা মরদেহটি উদ্ধার করা হয়।পরে নিহত ব্যাক্তির পকেট থেকে একটি ড্রাইভিং লাইসেন্সে পাওয়া গেছে।সে সূত্রে তার পরিচয় মিলে। মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। এ ঘটনার আইনগত ব্যবস্থা পরক্রীয়াধীন।