Daily Prothom Barta - Menu
নেশার টাকা না দেয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
বন্দর প্রতিনিধি : বন্দরে কিস্তির টাকা থেকে নেশার টাকা না দেয়ায় কাজলী(২৭) নামে এক গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে স্বামী। সোমবার ভোরে কলাগাছিয়া নয়ানগর এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। হত্যাকান্ডের পর দুই মেয়ের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘাতক স্বামী মাসুম(৩০)কে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক মাসুম, নয়ানগর এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। নিহত কাজলী, বন্দর ইউপির পদুঘর উলাক এলাকার মৃত কামাল হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী নিহতের মেয়ে মারজান (১২) জানান, মা কিস্তির টাকা উঠিয়েছে। ওই টাকা থেকে বাবা নেশার টাকার জন্য মাকে চাপ সৃষ্টি করে আসছিলেন। মা টাকা দিতে অস্বীকার করায় সোমবার ভোরে মাকে কাপড় কাটার কেঁচি দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করেছে। এক বছর বয়সের বোন মুনা ছাড়া আমার আর কেউ নেই।
এলাকাবাসী জানান , ভোরে দুই মেয়ের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে যায়। এসময় ঘরে মাসুমের স্ত্রীর রক্তাক্ত লাশ পড়ে রয়েছে। পরে এলাকাবাসী মাসুমকে ধরতে গেলে কয়েকজনকে কেঁচি দিয়ে আঘাত করে। এসময় তাকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। তিন বছর আগেও নেশার টাকার জন্য তার স্ত্রীকে কুপিয়ে জখম করেছে মাসুম। এ ঘটনায় স্থানীয় ভাবে মিমাংসা করে দেওয়া হয়েছিল।
বন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু বকর ছিদ্দিক জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। গনপিটুনির শিকার আটক স্বামী মাসুমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে