Daily Prothom Barta - Menu
পরীক্ষার্থীর পকেটে মিলল গাজাঁ ভ্রাম্যমাণ আদালত দিল ৬ মাসের সাজা
সর্বশেষ • প্রধান সংবাদ • শিক্ষা ও ক্যাম্পাস • আইন ও আদালত ||
Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
শহর প্রতিনিধি
শ্রাবণ সরকার নামে এক এইচএসসি পরীক্ষার্থীর কাছে গাঁজা পাওয়া গেছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃহস্পতিবার ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলাকালে তার কাছে গাঁজা পাওয়া যায়।পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার ও শিক্ষাথীর্কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ।এসময় পরীক্ষা কেন্দ্রে নকল ও মুঠোফোন নিয়ে প্রবেশের অপরাধে আরও দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
ভুলতা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র সচিব ও ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা বলেন, আজ এইচএসসি ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলছিল। এ সময় আড়াইহাজারের পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের পরীক্ষার্থী শ্রাবণ সরকা মাদকসহ হলে প্রবেশ করে। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। একই কলেজের পরীক্ষার্থী সাইদ ও সলিমদ্দিন চৌধুরী কলেজের পরীক্ষার্থী তরিকুল ইসলাম তূর্য্যকে নকলের দায়ে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, পরীক্ষার হলে মাদকসহ প্রবেশ করায় একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে নকলের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম