Daily Prothom Barta - Menu
পশুবাহী গাড়ি থেকে ঘুস নেয়ার অভিযোগে ৫ পুলিশ বরখাস্ত
শহর প্রতিনিধি
কোরবানির পশুবাহী গাড়ি থামিয়ে ঘুস নেওয়ার অভিযোগে দুই উপপরিদর্শক (এসআই) সহ পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার বিকালে তাদেরকে বরখাস্ত করা হয়। একইদিন পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
অভিযুক্তরা হলেন- নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানার এসআই শেখ নজরুল ইসলাম, এসআই মো. আসাদুজ্জামান, কনস্টেবল নাজির শেখ, কনস্টেবল যুগল মন্ডল এবং কনস্টেবল তানভীর হোসেন আকাশ। ঘুসকাণ্ডের ঘটনা এরইমধ্যে তদন্ত কমিটি তাদের কাজ শুরু করেছে। প্রতিবেদন পেলেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পুলিশের কোনো সদস্য অপরাধে জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না। এক্ষেত্রে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’।
পুলিশ সদরদপ্তর বলছে, পুলিশের কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কোরবানির পশুর হাটে চাঁদাবাজি অথবা কাউকে হয়রানির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা