Daily Prothom Barta - Menu
প্রাইভেটকারসহ মাদক কারবারিকে গ্রেফতার
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা কাউন্টার টেরিরোজম ইউনিট।
শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।এর আগে বৃহস্পতিবার রাতে তাকে রূপগঞ্জ উপজেলার নওড়া গুদারাঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয় ভারতীয় তৈরি আমদানী নিষিদ্ধ ৩ শ ৫০ বোতল ফেন্সিডিল।
গ্রেফতারকৃত, মো: বাদল মিয়া(২৮) কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শম্ভুপুরা এলাকা আইনুল হকের ছেলে।
জেলা কাউন্টার টেরিরোজম ইউনিটের উপ- পরিদর্শক (এস আই) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় জেলার বাহির থেকে একটি প্রাইভেট দিয়ে মাদকের বড় একটা চালান নারায়ণগঞ্জে প্রবেশ করছে।এমন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ উপজেলার নওড়া গুদারাঘাট এলাকা বিভিন্ন যানবাহন তল্লাশি করার সময় একটি প্রাইভেটকার দ্রুত গতিতে পালানোর সময় তারা করে ব্যারিকেট দিয়ে তাকে গ্রেফতার করা হয়।জব্দ করা হয় প্রাইভেটকার। উদ্ধার করা হয় ভারতীয় তৈরি আমদানী নিষিদ্ধ ৩ শ ৫০ বোতল ফেন্সিডিল।