Daily Prothom Barta - Menu
প্রায় পঞ্চশ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ সোনারগা উপজেলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জাল নোটসহ দুইজনকে রেগ্রফতার করেছে করেছে সোনারগা থানা পুলিশ ।এসময় তাদের হেফাজত থেকে ৪৯,০০০০০ লাখ টাকার জাল নোট জব্দ করে পুলিশ ।
রোববার দুপুরে জেলা পুলিশ সুপার তথ্য দিয়ে নিশ্চিত করেছেন ।এর আগে শনিবার রাতে নানাখী বাজার ফজল খানের মাঠ থেকে সোনারগা থানা পুলিশ তাদের গ্রেফতার করা হয়েছে ।
গ্রেফতারকৃতরা হলেন , মো: আব্দুর রহমান (৫২) সোনারগা নানাখী বাজার এলাকার মৃত.রুস্তম আলীর ছেলে ও বাবুল (৬০) একই এলাকার আজিমউদ্দিনের ছেলে ।
সোনারগা থানার উপ-পরির্দশক মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃত আসামি বাবুলের মেয়ে জামাই জাল নোট তৈরি করে শ^শুড়ের কাছে দেয় ।পরে শ^শুড় ঈদ ও পহেলা বৈশাখ সময় বিভিন্ন স্থানে বেচাকেনা করে ।তিনি আরো জানান, জাল নোট তৈরি করার কমপিউটার ,কালি পেপার উদ্ধারের জন্য অভিযান অব্যহত রয়েছে ।