Daily Prothom Barta - Menu
প্রায় সাত লাখ টাকার মাদকসহ গ্রেফতার ২
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ দড়িকান্দি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদক বিক্রিতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।
বুধবার বিকালে তাদের আদালতে পাঠিয়ে ডিবি পুলিশ ।এর আগে তাদের রূপগঞ্জ দড়িকান্দি মসজিদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয় । এসময় তাদের হেফাজত থেকে ১‘শ ৭০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরি ফেন্সিডিলি উদ্ধার করা হয়েছে ।
গ্রেফতারকৃতরা হল,নূর উদ্দিন (২৬) রূপগঞ্জ দড়িকান্দি র্পূব পাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে ও এমদাদুল হক (২৮) একই থানার দড়িকান্দি বৈশ্যাপাড়া এলাকার আবু সাঈদের ছেলে ।
ডিবি উ-পরির্দশক মো: সেলিম মাহমুদ জানান, দীর্ঘদিন যাবৎ নূর উদ্দিন ও এমদাদুল মিলে সীমান্ত এলাকা থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরি ফেন্সিডিলি সংগ্রহ করে তাদের হেফাজতে রেখে মাদক বিক্রি করে আসছিল ।তার পর থেকে তাদের নজরে রাখা হয়।বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদকের একটি চালান তাদের মাধ্যমে রূপগঞ্জ প্রবেশ করছে ।এসময় তাদের হেফাজত থেকে ১‘শ ৭০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরি ফেন্সিডিলি উদ্ধার করা হয় ।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে ।