Daily Prothom Barta - Menu
প্রেস ক্লাবে লঙ্কাকান্ড
শহর প্রতিনিধি : নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে হাতাহাতির ঘটনায় দুই সাংবাদিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যও এসেছে। প্রেস ক্লাব কর্তৃপক্ষের দাবী হামলাকারীরা দুর্বৃত্ত। তারা প্রেস ক্লাব দখল করতে এসেছিল। অপর গ্রুপ জানিয়েছে তারা স্থানীয় পত্রিকায় কর্মরত। প্রেস ক্লাবে সদস্য পদের বৈষম্য দূর করতে স্মারকলিপি দিতে গেলে তাদের উপর হামলার ঘটনা ঘটে। একজনকে আহত অবস্থায় শহরের ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন জানান, দুুপুর একটার দিকে ২০ থেকে ২৫ জনের একদল দুর্বৃত্ত ক্লাবের পাঁচতলায় উঠে হামলা ও ভাংচুর করে। এ সময় ক্লাবে অবস্থানরত সাংবাদিকরা তাদের বাধা প্রদান করলে সাংবাদিকদের উপর হামলা করে। এ সময় সাংবাদিক ইউনিয়ন নারায়ণঞ্জ শাখার সভাপতি ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদসহ অন্তত ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আবু সাউদ মাসুদ জানান, প্রেস ক্লাব দখল করতে এসেছিল কয়েকজন। তখন তাদের আমরা কেন এসেছে, কি পরিচয় জানতে চাইলে আমাদের উপর চড়াও হয়। তবে মাসুদ রানা রনি জানান, প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য ব্যানারে তিনটি দাবী নিয়ে আমরা প্রেস ক্লাবে যাই। এসব দাবীর মধ্যে প্রেস ক্লাবের গঠনতন্ত্র সংশোধন, বিগত দিনে স্বৈরাচারদের পক্ষ অবলম্বন করা দালাল সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, প্রেস ক্লাবের সদস্য পদ পেতে শিক্ষাগত যোগ্যতা সকলের রয়েছে কিনা নিশ্চিত করতে। আমাদের সঙ্গে নারায়ণগঞ্জে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা ছিলেন। প্রেস ক্লাবে গিয়ে আমরা স্বাভাবিকভাবে আমাদের আবেদন ও দাবী নিয়ে কথা বলার এক পর্যায়ে ক্লাবের সদস্যরা আমাদের উপর হামলা করে রক্তাক্ত করে। আহত অবস্থায় পুলিশ রনিকে উদ্ধার করে শহরের ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করিয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, উভয় পক্ষ অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত চলছে।